একজনের শরীরের ৮৮ শতাংশ পুড়েছে।
Published : 24 Mar 2025, 05:39 PM
ঢাকার পল্টনে রান্নাঘরে জমে থাকা গ্যাসের আগুনে দুই নারী দগ্ধ হয়েছেন।
সোমবার দুপুরের ওই ঘটনায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হচ্ছেন- হোসনে আরা (৬২) ও তার মেয়ে তাসলিমা সুলতানা। তাদের মধ্যে হোসনে আরার শরীরের ৮৮ শতাংশ এবং তাসলিমা সুলতানার শরীরের ২ শতাংশ পুড়ে গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন শাওন বিন রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেলা দেড়টার দিকে রান্নাঘরের আগুনে তারা আহত হয়েছেন। তাদের মধ্যে হোসনে আরার অবস্থা আশঙ্কাজনক।
“উনার শরীরের ৮৮ শতাংশ পুড়ে গেছে। উনাকে এইচডিইউতে ভর্তি করা হয়েছে।”
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের একজন সিনিয়র স্টাফ নার্স বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যতদূর জেনেছে রান্নাঘরে গিয়েছিলেন রান্না করতে। এ সময় আগুন ধরে যায়। একজনের অবস্থা খারাপ, আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”