কাকরাইল মসজিদ উন্নয়নের নামে প্রায় ২০০ কোটি টাকা তুলে তার অধিকাংশই আত্নসাতের অভিযোগ পাওয়া গেছে।
Published : 19 Jan 2014, 10:15 PM
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে প্রায় অর্ধশতাধিক তাবলীগ জামায়াতকর্মী কাকরাইল মসজিদের এক ‘মুরব্বি’র বিরুদ্ধে এ অভিযোগ করেছেন।
অভিযুক্ত ব্যক্তি কাকরাইল মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য ওয়াসিফুল ইসলাম দাবি করেছেন, তার বিরুদ্ধে এই অভিযোগের কোনো প্রমাণ নেই।
ওয়াসিফুলকে সহযোগিতা করার অভিযোগ উঠেছে কাকরাইল মসজিদের পরিচালনা পর্ষদের আরেক সদস্য মো. জোবায়েরের বিরুদ্ধেও। তিনিও অভিযোগ অস্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে তাবলীগ জামায়াতকর্মী মামুনুর রশীদ বলেন,“তাবলীগের কিছু সুনির্দিষ্ট নীতিমালা থাকলেও কাকরাইল মসজিদের পরিচালনা পর্ষদ সদস্য ওয়াসিফুল ইসলাম এসব নীতিমালা ভেঙে নিজের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করছেন।”
অভিযুক্তের নেতৃত্বে একটি দল দেশ ও বিদেশ থেকে তাবলীগ ও কাকরাইল মসজিদ নির্মাণের নামে অনেক টাকা চাঁদা তুলেছেন (প্রায় দুইশত কোটি টাকা) এবং তার বেশিরভাগ আত্মসাত করেছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
মামুনুর রশীদ বলেন, তাবলীগে চাঁদা তোলার বিধান না থাকলেও তিনি এ কাজটি করেছেন, যার প্রতিবাদ করতে গিয়ে অনেক কর্মী মারধরের স্বীকারও হয়েছেন।
ওয়াসিফুলের বিরুদ্ধে যারা কথা বলেন তাদের মসজিদের মাসহোয়ারা কামরায় নিয়ে মারধর করা হয় বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেন আইয়ুব আবদুল কাদের নামের এক তাবলীগকর্মী।
তিনি বলেন, “ডেইলি স্টার পত্রিকায় রাজনীতি সংক্রান্ত বিষয়ে প্রবন্ধ লেখেন ওয়াসিফুল ইসলাম। এটি তাবলীগের নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক।”
এ বিষয়ে ওয়াসিফুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ছোট বোনজামাই ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম।
ওয়াসিফুল বলেন, “আমার বিরুদ্ধে তারা যেসব অভিযোগ করেছে, তা কখনোই প্রমাণ করতে পারবে না।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “তাবলীগ জামায়াতের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে তারা (যারা সংবাদ সম্মেলন করেছে) গত বুধবার মসজিদে লিফলেট বিতরণ করেন। মসজিদে উপস্থিত সাধারণ মানুষ তখন তাদের মারধর করে, আমরা করিনি।”
“মসজিদ পরিচালনা পর্ষদ বরং পুলিশে খবর দিয়ে তাদের উদ্ধার করেছে,” বলেন ওয়াসিফুল।
এদিকে ওয়াসিফুল ইসলামের সহযোগী হিসেবে অভিযুক্ত কাকরাইল মসজিদ পরিচালনা পর্ষদের সদস্য জোবায়ের বলেন, “আমি কোনো ধরনের অপরাধের সঙ্গে জড়িত নই।”
আপনাদের বিরুদ্ধে তাহলে কেন সংবাদ সম্মেলন করে অর্থ আত্মসাতের অভিযোগ করা হচ্ছে- প্রশ্ন করা হলে তিনি বলেন, “জানি না। আল্লাহ বলতে পারবেন।”
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন তাবলীগকর্মী মো. জাকারিয়া, শরীফুল ইসলাম, আবদুস সালাম প্রমুখ।