সিলেট, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় দায়ের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ায় বিশ্বনাথ উপজেলা বিএনপি-জামায়াত সমর্থিত সাত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (ইউনিয়ন পরিষদ শাখা) উপ-সচিব মোছাম্মৎ কামরুন্নাহার স্বাক্ষরিত এ সংক্রান্ত আদেশ রোববার রাতে ফ্যাক্সের মাধ্যমে সিলেটের জেলা প্রশাসক ও বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়।
ফৌজদারি মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী ‘জনস্বার্থে তাদের সাময়িকভাবে বরখাস্ত’ করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
এই সাত চেয়ারমান হলেন- বিশ্বনাথ ইউনিয়নের জালাল উদ্দিন, লামাকাজী ইউনিয়নের কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়নের লিলু মিয়া, খাজাঞ্চি ইউনিয়নের নিজাম উদ্দিন সিদ্দিকী, দৌলতপুরের আব্বাছ আলী, দেওকলস ইউনিয়নের তাহিদ মিয়া এবং দশঘর ইউনিয়নের চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ।
বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনামনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ২৩ এপ্রিল পুলিশের সঙ্গে সংঘর্ষ ও উপজেলা পরিষদে ভাংচুর-অগ্নি সংযোগের মামলায় আসামি হওয়ার কারণে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
শিগগিরই লিখিতভাবে বিষয়টি ইউপি চেয়ারম্যানদের জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।
ইউএনও বলেন, আপাতত এসব ইউনিয়নে প্যানেল চেয়ারম্যানরা ভারপ্রপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জেকে/১৪৪৫ ঘ.