ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে 'জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা বিল-২০০৯' মঙ্গলবার সংসদে সর্বসম্মতভাবে পাস হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন বিদেশে থাকায় প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বিলটি পাসের জন্য সংসদে তোলার মাত্র চার মিনিটের মধ্যে তুমুল করতালির মধ্য দিয়ে এটি পাস হয়।
এর ফলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা এবং তাদের সন্তানরা আজীবন বিশেষ নিরাপত্তা পাবেন। এই আইনের আওতায় এ পরিবারের সদস্যদের প্রত্যেকের জন্য নিরাপদ সুরক্ষিত আবাসনের ব্যবস্থা এবং প্রয়োজনীয় অন্যান্য সুযোগ-সুবিধা দেবে।
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে আইন প্রণয়ন কার্যাবলীতে বিলটি উত্থাপন করা হয়। বিলের দফাওয়ারি কোনো সংশোধনী ছিল না।
এর আগে গত ১১ অক্টোবর আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটি বিলটি পরীক্ষা করে সংসদে পাসের অনুমোদন দেয়।
বিলে বলা হয়েছে, বিশেষ নিরাপত্তা ফোর্স (এসএসএফ) অর্ডিন্যান্স, ১৯৮৬ এর অধীনে ভিআইপিদের জন্য যেরকম নিরাপত্তার বিধান রয়েছে, সরকার জাতির পিতার পরিবারের সদস্যদেরও সেরকম নিরাপত্তা আজীবন সর্বত্র প্রদান করবে।
৫ অক্টোবর বিলটি সংসদে উত্থাপন করেন স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুন।
২০০১ সালে ক্ষমতা ছেড়ে দেওয়ার শেষ সময়ে 'জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা বিল-২০০১ সংসদ পাস হয়েছিল। তবে বিএনপির নেতৃত্বে চার দলীয় জোট সরকার ক্ষমতায় এসে অষ্টম সংসদে এটি বাতিল করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জিএনএ/১৮২০ ঘ.