মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের ৩০০ সংসদীয় নির্বাচনী আসনের সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত খসড়া গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ১৩৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়েছে; বাকি আসনগুলোতে কোনও পরিবর্তন হচ্ছে না। সীমানা পুনর্র্নিধারণের বিষয়ে কোনও আপত্তি থাকলে তা জানাতে এক মাস সময় দেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইসি সচিবালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সিইসি বলেন, "সীমানা পুনর্র্নিধারণ করা ছাড়া আমাদের কোনও গত্যন্তর নেই। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে এবং সীমানা পুনর্র্নিধারণী বিধি মেনেই নতুন করে নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাস করা হয়েছে।"
তিনি বলেন, "ঢাকা জেলার সবকটি আসন আদ্যোপান্ত পুনর্গঠিত হয়েছে, কোনও আসনই অক্ষত নেই। এর বাইরে অন্যান্য আসনগুলোয় বড় ধরনের পরিবর্তন হয়নি।"
নির্বাচনী এলাকার পুনর্বিন্যাসে ছোটখাটো পরিবর্তন হয়েছে ৩২টি আসনে, একাধিক এলাকার সমন্বয়ে পুনর্র্নিধারিত আসনের সংখ্যা ৩৯টি এবং পুনর্গঠন করা হয়েছে ২০টি আসন এবং অন্যান্য পরিবর্তন হয়েছে ৪২টি আসনে।
এ বিষয়ে কোনও আপত্তি থাকলে আগামী ১ জুনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে বলে সিইসি জানান।
তিনি বলেন, "আগামী ১ জুন পর্যন্ত সীমানা পুনর্র্নিধারণ নিয়ে লিখিত আপত্তি দেওয়া যাবে। তবে আবেদনকারীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে। এরপর ২৫ জুন পর্যন্ত দাবি-আপত্তি ও শুনানি শেষ করে ৩০ জুনের মধ্যে চূড়ান্ত গেজেট প্রকাশ করা হবে।"
সীমানা পুনর্র্নিধারণ জনিত মামলার কারণে নিবার্চনী রোডম্যাপ ব্যাহত হতে পারে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নে সিইসির উত্তর, "সংবিধান অনুযায়ী সীমানা নির্ধারণের বিষয়ে চ্যালেঞ্জ করা যায় না। তারপরও যদি কেউ আদালতে যায়, সংবিধানের ১২৫ অনুচ্ছেদের বিষয়টি আদালতকে জানানো হবে। আশা করি, তাতেই ওই আবেদন দ্রুত খারিজ হয়ে যাবে।"
এ বিষয়ে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেন, "নির্বাচন কমিশনের সীমানা পুনর্র্নিধারণ নিয়ে সংবিধানের ১২৫ অনুচ্ছেদ বলে 'আদালতে কোনও প্রশ্ন উত্থাপন করা যাবে না'।"
জনগণের সুবিধা অসুবিধা, ভৌগলিক ও প্রশাসনিক অখণ্ডতা বজায় রেখে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে খুঁটিনাটি বিশ্লেষন করেই সীমানা পুনর্র্নিধারণ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া জনসংখ্যা অনুযায়ী ও এলাকা স্বার্থ রক্ষায় পার্বত্য তিন জেলায় একটি করে এবং ও ক্ষুদ্র জেলা মেহেরপুরে দুইটি আসন বরাদ্দ রাখা হয়েছে। সীমানা পুনর্র্নিধারণ সংক্রান্ত খসড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইিিট "http://www.eces.gov.bd"-এ দেখা যাবে বলে ইসি কর্মকর্তারা জানান।
সংবাদ সম্মেলনে অপর নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন এবং ইসি সচিব মুহাম্মদ হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।
যেসব নির্বাচনী এলাকায় বর্তমান সীমানা পরিবর্তন করে নতুন করে সীমানা প্রস্তাব করা হয়েছে; সেগুলো হচ্ছে