জঙ্গিবিরোধী অভিযানে দিনাজপুরে গ্রেপ্তার ১৯

দিনাজপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ১৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Sept 2021, 04:24 PM
Updated : 17 Sept 2021, 04:39 PM

শুক্রবার ভোর থেকে দিনাজপুরের সদর, রিরল ও আশপাশের এলাকায় অভিযান চালানো হয় বলে পুলিশের বিশেষায়িত এ ইউনিটের অ্যাকশন গ্রুপের উপ-কমিশনার আব্দুল মান্নান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গ্রেপ্তারকৃত ১৯ জন ‘ইসলামিক অনলাইন মাদ্রাসা (আইওএম)’ ব্যানারে দেশের বিভিন্ন এলাকায় ‘মূলত মসজিদে বয়ানের মাধ্যমে’ আনসার আল ইসলামের সদস্য সংগ্রহ করছিল। এদের অন্তত ৬ জন সিটিটিসির তদন্তাধীন মামলার পলাতক আসামি।

“তাদেরকে ঢাকায় আনা হবে আর বাকিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হবে।”

আব্দুল মান্নান বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালায় সিটিটিসি। অভিযানে ৪২ জন আটক হয়। পরে যাচাই-বাছাই করে ২৩ জনকে মুচলেকার মাধ্যমে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।