থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই

জনপ্রিয় থ্রিলার লেখক শেখ আবদুল হাকিম আর নেই।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2021, 09:13 AM
Updated : 28 August 2021, 09:17 AM

মাসুদ রানা সিরিজের অনেক বইয়ের এই লেখক শনিবার মারা গেছেন।

তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ব্রংকাইটিসে ভুগছিলেন।

দুপুরে রাজধানীর বাসাবো পুর্ব নন্দীপাড়ায় বাসায় আবদুল হাকিম মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তার মেয়ে সাজিয়া হাকিম।

গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হচ্ছিলে শেখ আবদুল হাকিমকে। তবে নেওয়ার আগে বাসাতেই তার মৃত্যু হয়।

দাফন ও জানাজার বিষয়ে পারিবারিকভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান সাজিয়া।

সেবা প্রকাশনীর কাজী আনোয়ার হোসেনের হাত দিয়ে যে মাসুদ রানার যাত্রা শুরু, ‘ঘোস্ট লেখক’ হিসেবে এই সিরিজের কয়েকশ বই শেখ আবদুল হাকিমের লেখা।

মাসুদ রানা সিরিজের বইয়ের স্বত্ব দাবি করে আইনি লড়াইয়ের কারণে গত বছর আলোচনায় আসেন শেখ আবদুল হাকিম।

এছাড়া তার লেখা গোয়েন্দা কাহিনী ও অনুদিত বইগুলোও রোমাঞ্চপ্রিয় পাঠকদের পছন্দের তালিকায় রয়েছে।

পুরনো খবর