প্রিন্স ফিলিপের মৃত্যু: শোক জানিয়ে ব্রিটেনের রানিকে প্রধানমন্ত্রীর পত্র

ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের কাছে একটি পত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2021, 11:19 AM
Updated : 10 April 2021, 11:19 AM

শোকবার্তায় তিনি লিখেছেন, “বাংলাদেশের জনগণ ও সরকার এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের প্রয়ানে আমি গভীর শোক জানাচ্ছি। বাংলাদেশের জনগণের কাছে তিনি সবসময় কর্তব্যবোধ ও সম্মানের প্রতীক হয়ে থাকবেন। সেই সঙ্গে তিনি আপনার মহিমা এবং কমনওয়েলথভুক্ত দেশগুলোর জনগণের পক্ষে শক্তি ও সহায়তার একটি স্তম্ভ হয়ে থাকবেন।”

শুক্রবার বাকিংহাম প্যালেস থেকে প্রিন্স ফিলিপের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। তার বয়স হয়েছিল ৯৯ বছর।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বাংলাদেশে ব্রিটেনের রানির দুটি ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন, যেখানে ডিউক অব এডিনবরা তার সঙ্গী ছিলেন।

“তার প্রয়াণে বাংলাদেশ এবং ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি একজন সত্যিকারের বন্ধু ও মিত্রকে হারালো। মহামান্য রানী, রাজপরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের জনগণকে সর্বশক্তিমান এই অপূরণীয় ক্ষতি সইবার সাহস ও শক্তি দিন।”