নিয়ম মেনেই উন্নয়ন করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2020 02:31 AM BdST Updated: 04 Dec 2020 02:31 AM BdST
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, নগর ব্যবস্থাপনার নিয়ম মেনেই এর বাসিন্দাদের উন্নয়ন করতে হবে।
বৃহস্পতিবার ‘দরিদ্রবান্ধব জলবায়ু ও দুর্যোগ সহনশীল নগর উন্নয়ন : সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় একথা বলেন তিনি।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, “ঢাকায় ২ কোটি মানুষের বসবাস। তাদের জীবিকার জন্য অবকাঠামোর পাশাপাশি পানি, বিদ্যৎ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন। তবে উন্নয়ন এমনভাবে করতে হবে যেন সবার চাহিদা পূরণ হয় এবং রাস্তা সংকুচিত না হয়।
“ঢাকায় যারা বসবাস করছেন তাদের সবার আবাসন নিশ্চিত করতে হবে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কম জায়গার মধ্যে আমি হয়ত বহুতল ভবন করলাম, কিন্তু তাদের আরও বিভিন্ন নাগরিক সুবিধা দিতে হবে।”
তিনি বলেন, “এসব বিষয় নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, বহুতল ভবন তৈরি না করলে সবাইকে জায়গা দেওয়া যাবে না। আবার বহুতল ভবন তৈরি করে জনঘনত্ব বাড়িয়ে ফেললে আবার সমস্যা তৈরি হবে। একারণে আমরা শহরের সুবিধা গ্রামেই তৈরি করে দেওয়ার চেষ্টা করছি।”
দরিদ্রবান্ধব, জলবায়ু ও দুর্যোগ সহনশীল নগর উন্নয়নের জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের ক্ষমতায়ন, বিতরণযোগ্য কার্যক্রম এবং সামাজিক জবাবদিহিতা বাড়ানোর তাগিদ দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ-এর অধ্যাপক এমেরিটাস ড. আইনুন নিশাত।
তিনি বলেন, “খাদ্য ঘাটতি মোকাবিলা বিশ্বের এখন একমাত্র লক্ষ্যমাত্রা। খাদ্য নিরাপত্তা না থাকলে, মানুষজন স্থানান্তরিত হবে, জীবন-জীবিকার নিরাপত্তা থাকবে না, জীববিচিত্র ধ্বংস হবে এবং স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে আমাদেরকেও খাপ খাওয়াতে হবে।”
আলোনা অনুষ্ঠানটির আয়োজন করে ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ইউডিপি। সারাদেশের সিটি করপোরেশন এবং পৌরসভার ২০ জন মেয়র এই আলোচনায় অংশ নেন।
এতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানারস, বিআইপির সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট-বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন বক্তব্য রাখেন।
এই আয়োজনে সহযোগিতায় ছিল বিআইপি, ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ এবং বিআইজিডি।
-
পঞ্চম-অষ্টমের সমাপনী বাতিলের পরামর্শ ফরাসউদ্দিনের
-
কদম ফোয়ারার কাছে নিহত ব্যক্তি ‘ছিনতাইয়ের শিকার’, ধারণা পুলিশের
-
হুমায়ুন আজাদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি ফের ৩১ জানুয়ারি
-
রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ
-
প্রতিবন্ধীদের কোটা পুনর্বহালের দাবি
-
বুড়িমারীতে পুড়িয়ে হত্যা: জামিন হয়নি চার আসামির
-
ফরিদপুর মেডিকেলে যন্ত্রপাতি ‘নষ্টের প্রবণতা’ দেখেছে সংসদীয় কমিটি
-
রাজধানীতে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার
-
কোভিড-১৯: টিকার জন্য নিবন্ধন কীভাবে
-
টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
-
পঞ্চম-অষ্টমের সমাপনী বাতিলের পরামর্শ ফরাসউদ্দিনের
-
আইএলএফএসএল চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
-
কদম ফোয়ারার কাছে নিহত ব্যক্তি ‘ছিনতাইয়ের শিকার’, ধারণা পুলিশের
-
কলকারখানা অধিদপ্তর ও ব্যান্সডকে নতুন মহাপরিচালক
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর