সৌদি সহায়তায় ৮ বিভাগে হবে ৮টি ‘আইকনিক মসজিদ’
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Nov 2020 07:54 PM BdST Updated: 27 Nov 2020 07:27 PM BdST
-
সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: পিআইডি
সৌদি আরবের সহায়তায় দেশের আটটি বিভাগে আধুনিক সুযোগ-সুবিধাসহ ৮টি ‘আইকনিক মসজিদ’ নির্মিত হচ্ছে।
সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত ঈসা বিন ইউসেফ আল-দুহাইলান বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গেলে এ নিয়ে তাদের আলোচনা হয়।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এই তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরবের সহায়তায় উপজেলা পর্যায়ে ৫৬০টি মডেল মসজিদ-কাম-ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মিত হচ্ছে।
প্রধানমন্ত্রী সৌদি সহযোগিতায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উন্নয়নের কথাও স্মরণ করেন।
বাংলাদেশের জনশক্তির সবচেয়ে বড় বাজার সৌদি আরবে কৃষি শ্রমিক পাঠানোর উপর জোর দেন শেখ হাসিনা।
আল-দুহাইলান জানান, সৌদি আরবে ১৫ লাখের বেশি বাংলাদেশি বিভিন্ন খাতে কাজ করছে। তারা কঠোর পরিশ্রমী এবং সৌদি অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখছে।
বাংলাদেশে বিনিয়োগে সৌদি উদ্যোক্তাদের আগ্রহের কথা জানানোর পাশাপাশি বাংলাদেশি উদ্যোক্তাদেরও সৌদি আরবে বিনিয়োগে আহ্বান জানান তিনি।
তেলসমৃদ্ধ দেশটির রাষ্ট্রদূত বলেন, “সৌদি আরবে বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং আমরা এ ব্যাপারে বাংলাদেশি উদ্যোক্তাদের পূর্ণ সহযোগিতা প্রদান করব।”
সৌদি রাষ্ট্রদূত এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন বলেও প্রেসসচিব জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশিদের হৃদয়ে সৌদি আরবের জন্য একটি বিশেষ স্থান রয়েছে। দুই দেশের সম্পর্ক ঐতিহ্যগত এবং বাংলাদেশ সব সময় এই সম্পর্ককে মূল্য দেয়।
সৌদি রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যকার সম্পর্ক শেখ হাসিনার নেতৃত্বে আরও গভীর ও দৃঢ় হবে।
তিনি বলেন, অর্থনীতি, নিরাপত্তা ও জনশক্তির মতো ক্ষেত্রগুলোতে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং বাংলাদেশে তার মেয়াদকালে দায়িত্বপালনে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুত দেন।
আলোচনায় করোনাভাইরাস মহামারীও স্থান পায় বলে প্রেসসচিব জানান।
বৈঠককালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।
পরে,বাংলাদেশে ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েন্টসিলও গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে জানান ইহসানুল করিম।
-
পিএসসির নতুন সদস্য অধ্যাপক উত্তম কুমার
-
বৃদ্ধাকে নির্যাতন: সেই গৃহকর্মী গ্রেপ্তার
-
চুক্তিতে আইসিটি সচিব থাকছেন জিয়াউল
-
ধর্ষণ: নূরদের বিরুদ্ধে প্রতিবেদন ৮ ফেব্রুয়ারি
-
পি কে হালদারের ‘সহযোগী’ বাবা-মেয়ে গ্রেপ্তার
-
বাস্তবতার সঙ্গে সংবাদপত্রের প্রচার সংখ্যার মিল কম: তথ্যমন্ত্রী
-
বেসরকারিভাবে টিকার আনার দাবি সাংসদ ফরাজীর
-
এইচএসসির ফল: তিন বিলের রিপোর্ট সংসদে
সর্বাধিক পঠিত
- বাইডেনের জন্য ট্রাম্পের চিঠি
- মলিন ক্রিকেটের দিনে বাংলাদেশের জয়ের নায়ক সাকিব
- তামিমকে ১ বছর পর বিচার করতে বললেন সাকিব
- তৃতীয় সারির দলের বিপক্ষে হেরে বিদায় রিয়ালের
- ইতিহাসের সর্বোচ্চ গোলের মালিক এখন শুধুই রোনালদো
- রেকর্ড গড়া অভিষেকেও আকিল হোসেনের আক্ষেপ
- এমন অভিষেক আগে দেখেনি কেউ
- কুষ্টিয়ার এসপিকে হাই কোর্টে তলব, অবমাননার রুল
- আমেরিকাকে ডুবিয়ে বিদায় হলেন ট্রাম্প
- ‘আসল দল আসছে’ ভারতকে পিটারসেনের হুঁশিয়ারি