মা-দুই সন্তান খুন: ‘বাবার চিরকূট’ ধরে চলছে তদন্ত
লিটন হায়দার, জ্যেষ্ঠ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2020 05:26 PM BdST Updated: 16 Feb 2020 05:26 PM BdST
ঢাকার দক্ষিণখানে মা ও দুই সন্তান খুনের ঘটনায় একটি চিরকূট ধরে চলছে তদন্ত; ওই চিরকূটটি নিহত শিশু দুটির বাবার বলে পুলিশের দাবি।
চিরকূটে নিজেকে ‘নিকৃষ্ট লোক’ উল্লেখকারী বিটিসিএলের উপ-সহকারী প্রকৌশলী রকিবউদ্দিনের কোনো সন্ধান এখনও মেলেনি। তার ফোনটিও বন্ধ।
রকিব তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে হত্যা করেছে বলে পুলিশের ধারণা। তবে কী কারণে, তা এখনও জানা যায়নি।
গত শুক্রবার সন্ধ্যায় কে সি মডেল স্কুলের পেছনে প্রেমবাগান এলাকায় একটি বাড়ির পাঁচতলায় রকিবের বাসায় তার স্ত্রী মুন্নী বেগম (৩৭), তাদের ছেলে ফোরকান উদ্দিন (১২) ও মেয়ে লাইভার (৪) লাশ পাওয়া যায়।
মুন্নীকে মাথায় ভারী বস্তুর আঘাতে এবং শিশু দুটিকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।
গৃহকর্তা রকিব তখন থেকে লাপাত্তা।
উত্তরখান থানার পরিদর্শক (অপারেশন) সরোয়ার হোসেন খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ঘরে একটি চিরকূট পেয়েছেন, তার সূত্র ধরেই চলছে তদন্ত।
১২ ফেব্রুয়ারিতে লেখা ওই চিরকূটে নিজেকে ‘নিকৃষ্ট লোক’ হিসেবে তুলে ধরে দুই সন্তান ও স্ত্রী হত্যার কথা স্বীকারের পাশাপাশি আরও লেখা ছিল, তার লাশ রেললাইনে পাওয়া যাবে।
পুলিশ কর্মকর্তা সারোয়ার বলেন, “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে চিরকূটের হাতের লেখা রকিবউদ্দিনের। তবে এটা পরীক্ষার পর আরও নিশ্চিত হওয়া যাবে।”

পুলিশ জানতে পেরেছে, রকিব বুধবার বিকালে তার এক সহকর্মীকে ফোন করে জানিয়েছিলেন যে বৃহস্পতিবার তিনি অফিসে যাবেন না।
ফোনে কললিস্টের সূত্র ধরে সেই সহকর্মীর সঙ্গে কথা বলে তা জানা গেছে।
তবে সেটাই ছিল তার ফোনে শেষ কথা বলা। এরপর থেকে ফোনটি বন্ধ বলে জানান পুলিশ কর্মকর্তা সারোয়ার।
রকিবের সন্ধান পেলেই এই হত্যারহস্যের জট খুলবে বলে মনে করছে পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনুসন্ধান চালিয়ে প্রকৃত ঘটনা বের করার চেষ্টা করছি। রকিবউদ্দিনের খোঁজ পেলে হত্যার ঘটনা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পাওয়া যাবে।”
চিরকূটের সূত্র ধরে উত্তরখান থানা পুলিশ রেলওয়ে পুলিশকে বলেছে, ট্রেনে কাটা পড়ে নিহত কিংবা আহত অজ্ঞাতনামা কোনো ব্যক্তির খবর পেলে তাদের জানাতে।
কমলাপুর রেলওয়ে থানার ওসি রকিব উল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তারা শুনেছেন এবং সচেতন রয়েছেন।
তবে ১২ ফেব্রুয়ারি পর থেকে রেললাইনে কাটা পড়া কোন মৃত বা আহত ব্যক্তির খোঁজ তারা পাননি বলে জানিয়েছেন।
-
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান ডাক-সুকে শেখ হাসিনার অভিনন্দন
-
২৫ বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিয়ে সংকলন
-
ঢাকার কাফরুলে স্বামীর ‘ছুরিকাঘাতে’ স্ত্রী নিহত
-
উত্তরায় নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
-
বিদ্যুতের খুঁটি মাথায় পড়ে রিকশাচালকের মৃত্যু
-
নুরুল ইসলাম হত্যা: পিবিআইয়ের অভিযোগপত্র বাতিল
-
অস্ট্রেলিয়ায় লেবার পার্টির জয়ে অ্যান্থনি আলবানিজকে অভিনন্দন শেখ হাসিনার
-
কতটা সেবা দিতে পারছে বিআরটিসি?
সর্বাধিক পঠিত
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- পিএসজির গোল উৎসবে এমবাপের হ্যাটট্রিক
- মাঙ্কিপক্স: দেশের সব বন্দরে সতর্কতা
- আমাকে ‘বুড়া’ ডেকেছিল: ঢাবির পঞ্চাশোর্ধ্ব ভর্তি পরীক্ষার্থী বেলায়েত
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- জামিন নয়, নর্থ সাউথের চার ট্রাস্টিকে পুলিশে দিল হাই কোর্ট
- আইনপ্রণেতা হাজি সেলিম দণ্ড নিয়ে কারাগারে
- থানায় অভিযোগ করেছিল তরুণ, জেল থেকে বেরিয়ে খুন করল সন্ত্রাসীরা