জামালপুরে ঘুষের টাকাসহ হাসপাতালকর্মী গ্রেপ্তার

ঘুষের ৩৬ হাজার টাকাসহ জামালপুর জেনারেল হাসপাতালের এক কম্পিউটার অপারেটরকে  গ্রেপ্তারের কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 10:18 AM
Updated : 16 Oct 2019, 10:18 AM

বুধবার জামালপুরের নিজ কার্যালয় থেকে কম্পিউটার অপারেটর কাজী গোলাম মোস্তফা খোকনকে গ্রেপ্তার করা হয় বলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য জানিয়েছেন।
দুদকের কর্মকর্তারা জানান, ২৯ জন স্টাফ নার্সের শ্রান্তি বিনোদনের ভাতার বিল পাস করতে ৩৬ হাজার টাকা ঘুষ গ্রহণকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল জামালপুরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গোলাম মোস্তফা খোকনকে হাতেনাতে গ্রেপ্তার করে দুদকের টাঙ্গাইলের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আতিকুল আলম নেতৃত্বাধীন একটি দল।

এক নার্সের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয় বলে দুদক কর্মকর্তারা জানান।

খোকনের বিরুদ্ধে মামলা হচ্ছে বলে জানান প্রনব কুমার।