হাজারো শিশুর কণ্ঠে ধরিত্রী সুরক্ষার ডাক
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2019 06:01 PM BdST Updated: 21 Sep 2019 11:10 AM BdST
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষার আহ্বান জানিয়েছে হাজারো শিশু।
শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় সংসদের পাশে মানিক মিয়া এভিনিউয়ে জমায়েত হয় রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।
তারা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব এবং তা প্রতিরোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। স্থপতি ইকবাল হাবিব, পরিবেশকর্মী সৈয়দা রিজওয়ানা হাসান ও উপন্যাসিক সাদাত হোসাইনসহ অধিকারকর্মীরা বক্তব্য দেন।
রিজওয়ানা বলেন, ধনী দেশগুলোর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কারণে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু ও পরিবেশগত নানা বৈরী আচরণ দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের খারাপ প্রভাব রোধ করতে না পারলে পৃথিবী বাসযোগ্য থাকবে না।

স্থপতি ইকবাল হাবিব বলেন, জলবায়ু পরিবর্তনের হুমকি নিয়ে বাংলাদেশের শিশুরাও সোচ্চার হয়েছে। আগামীর পৃথিবী এই শিশুদের জন্য। তাই এই পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে কিছু বলবার অধিকার অবশ্যই শিশুদের রয়েছে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় শিশুরা। র্যালি শেষে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পৃথিবীকে রক্ষায় শপথ নেয় তারা।

বিশ্ব জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুইডিশ কিশোরী গ্রেটা থানবার্গের আহ্বানে সাড়া দিয়ে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন রোধে ২০ সেপ্টেম্বর থেকে পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত শিশুদের প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ থেকে শিশুরাই কর্মসূচি পালন করে।
শিশু-কিশোর নেটওয়ার্ক ন্যাশনাল চিলড্রেন্স টাস্কফোর্স, গার্লস গাইড এবং রোভার স্কাউটের নেতৃত্বে ও ব্যবস্থাপনায় শিশুদের এ কর্মসূচি পালনে সহযোগিতা করছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং গ্রিন স্যাভার্স অ্যাসোসিয়েশন।

পরে এই আন্দোলন নিয়ে তিনি বিভিন্ন প্লাটফর্মে কথা বলতে শুরু করেন। এর নামকরণ করেন 'ফ্রাইডেস ফর ফিউচার'। সারা বিশ্বে শিশুদের মাঝে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন।
-
গ্রাহকের স্বর্ণ আত্মসাৎ: সমবায় ব্যাংকের দুই কর্মকর্তা কারাগারে
-
‘বঙ্গবন্ধু: সমাজ ও রাষ্ট্রভাবনা’ গ্রন্থের মোড়ক উন্মোচন
-
সম্পদের মিথ্যা তথ্য: এসআইর ছয় বছরের কারাদণ্ড
-
ওয়ারীতে নিজেদের ঘরে শিশুর গলাকাটা লাশ
-
বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে তদন্তের নথি দেখবে হাই কোর্ট
-
কোভিড-১৯: সিএমএইচকে স্বাধীনতা পদক দেওয়ার সুপারিশ
-
আসল দলিলের লেখা মুছে তৈরি হয় জাল দলিল
-
রেলে বড় নিয়োগ আসছে: মন্ত্রী
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- যেভাবে গ্রাহকের টাকা হাতিয়েছিলেন এক ব্যাংক কর্মকর্তা
- ‘ওভারনাইট বান্দরবান পাঠিয়ে দেব’ বন্ধ চায় সংসদীয় কমিটি
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত