বিমানবন্দর সড়কে রক্তাক্ত অবস্থায় নারীকে উদ্ধার

ঢাকার বিমানবন্দর সড়কের পাশ থেকে এক নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 06:09 PM
Updated : 22 July 2019, 06:09 PM

সোমবার সন্ধ্যায় উদ্ধার হওয়া এই নারীর পরিচয় মেলেনি। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওই নারী গলা ও ডান হাত কাটা এবং মাথাসহ দেহের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন) মো. মোক্তারুজ্জামান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা ওয়েলের সামনে প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

“ওই মহিলার গলা ও ডান হাত কাটা, মাথাসহ শরীরে বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।”

পুলিশ উদ্ধার করে প্রথমে ওই নারীকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়েছিল। সেখান থেকে রাত সাড়ে ৯টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন,  ওই নারী কথা বলার মতো অবস্থায় না থাকায় তার পরিচয় কিংবা ঘটনা সম্পর্কে জানা সম্ভব হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হবে।