ঢাবির ৭ কলেজ: দুই ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজে শুক্রবার বিজ্ঞান ইউনিটের এবং শনিবার বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2017, 05:44 PM
Updated : 7 Dec 2017, 05:44 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই দুই দিন সকাল ১০টা থেকে ১১টা এ পরীক্ষা হবে।

বিজ্ঞান ইউনিটে ওই সাত কলেজে আট হাজার ৬০০ আসনের বিপরীতে এবার ২৭ হাজার ১২৬ জন আবেদন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২৪টি কেন্দ্রে এ পরীক্ষা হবে।

কেন্দ্রগুলো হল- ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগ, মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, কার্জন হল অডিটোরিয়াম, রসায়ন বিভাগ (কার্জন হল), পদার্থ বিজ্ঞান বিভাগ (কার্জন হল), প্রাণিবিদ্যা বিভাগ, মৎস্যবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ (মোকাররম ভবন), পদার্থ বিজ্ঞান বিভাগ (মোকাররম ভবন), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান গ্রন্থাগার, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ, অণুজীব বিজ্ঞান বিভাগ, পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট, তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ এবং উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।

বাণিজ্য ইউনিটে আট হাজার ৭৮৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২২ হাজার ১০৩ জন। এ ইউনিটের ভর্তি পরীক্ষা হবে আটটি কেন্দ্রে।

কেন্দ্রগুলো হলো- বিজনেস স্টাডিজ অনুষদ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও সরকারি বাঙলা কলেজ।

ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য  www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।