বিজ্ঞান লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যা হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা ফের পিছিয়েছে আদালত।
Published : 19 Jan 2017, 02:19 PM
যুক্তরাষ্ট্র প্রবাসী এই লেখককে কুপিয়ে হত্যার পর প্রায় দুই বছরে মামলাটির প্রতিবেদন জমা দিতে এনিয়ে ১৫ বার সময় বাড়াল তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মামলার প্রতিবেদন দাখিলের জন্য সর্বশেষ বৃহস্পতিবার দিন ধার্য থাকলেও তদন্ত কর্মকর্তা মহানগর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান প্রতিবেদন দাখিল করতে পারেননি।
ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম প্রতিবেদন জমার জন্য আগামী ২২ ফেব্রুয়ারি নতুন দিন ধার্য করেন বলে জানান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এনিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য অন্তত ১৫টি তারিখ পেছানো হল।”
আগামী ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী প্রকৌশলী অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যার ঘটনার দুই বছর পূর্ণ হতে যাচ্ছে।
সাম্প্রতিক কয়েক বছরে মুক্তমনা লেখক-প্রকাশক, শিক্ষক, পুরোহিতসহ ভিন্ন মতের মানুষদের একের পর এক কুপিয়ে হত্যাকাণ্ড শুরুর প্রথম দিকে ২০১৫ সালে উগ্রপন্থিদের হামলার শিকার হন অভিজিৎ।
মুক্তমনা ব্লগের এই প্রতিষ্ঠাতা ওই বছর বইমেলা চলাকালে স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে নিয়ে দেশে ফিরে ২৬ ফেব্রুয়ারি খুন হন। বইমেলা থেকে ফেরার পথে সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে তাকে কোপানো হয়। তার স্ত্রী বন্যাও সন্ত্রাসীর চাপাতির আঘাতে আঙুল হারান।
ওই ঘটনায় অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় শাহবাগ থানায় হত্যা মামলা করেন।
নথিপত্র থেকে জানা যায়, মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সাতজন কারাগারে রয়েছেন।
এরা হলেন- মো. তৌহিদুর রহমান, শফিউর রহমান ফারাবী, সাদেক আলী, আমিনুল মল্লিক, জুলহাস বিশ্বাস, মো. জাফরান হাসান, মান্নান ইয়াহিয়া ওরফে মান্নান রাহী।
এছাড়া আবুল বাশার নামের আরেকজন জামিন পেয়েছেন। তবে তিনি অন্য মামলায় কারাগারে রয়েছেন।