শৈত্যপ্রবাহ ৪ জেলায়, হতে পারে শিলাবৃষ্টি

উত্তর-পশ্চিমাঞ্চলের এই শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকতে পারে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Feb 2023, 06:48 PM
Updated : 2 Feb 2023, 06:48 PM

মাঘের মাঝামাঝিতে উত্তরের জেলা নীলফামারী, পাবনা, দিনাজপুর ও কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

এ শৈত্যপ্রবাহ আরও দুয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশিদ।

বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে।

বাংলাদেশে শীতের মৌসুম ধরা হয় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। এ সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তরাঞ্চল এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকে।

চলতি মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসের বিষয়ে অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান জানান, ফেব্রুয়ারি মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসের প্রথমার্ধে দেশের উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলে এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সেই সঙ্গে এ মাসে দেশের কোথাও কোথাও এক থেকে দুদিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে।

মাঘের মাঝামাঝি সময়ে কয়েকদিনের আবহাওয়া তুলনামূলক উষ্ণ ছিল। মঙ্গলবার থেকে ফের শীতের ভাব বেড়েছে। বৃহস্পতিবার থেকে চার জেলায় শৈত্যপ্রবাহ বইছে।

চলতি মৌসুমে এর মধ্যে তিন দফা শৈত্যপ্রবাহ বয়ে গেছে। ২০ জানুয়ারি মৌসুমের সর্বনিম্ন ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।