সেখানে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা রাখা ছিল।
Published : 24 Mar 2025, 08:52 AM
ঢাকার রামপুরায় অটোরিকশা গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে।
সোমবার ভোরের ওই আগুনে কয়েকটি যান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সংস্থার কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার ভোর ৫টা ২৮ মিনিটে তাদের কাছে আগুনের খবর আসে। এরপর খিলগাঁও, বারিধারা, তেজগাঁও ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট সেখানে গিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আনোয়ারুল বলেন, সেখানে একটি অটোরিকশার গ্যারেজ ছিল, যাতে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশা রাখা ছিল। আগুনে সেসব পুড়ে গেছে।