“ইডিসিএফের ঋণ বলে কোরিয়া থেকেই এই বাস কিনতে হবে। তবে এখনও বাসের দাম কত নির্ধারণ করা যাচ্ছে না,” বলেন বিআরটিসি চেয়ারম্যান।
Published : 14 Feb 2024, 10:31 AM
বিআরটিসির বহরে যুক্ত হচ্ছে নতুন ৩৪০টি একতলা এসি বাস। এরমধ্যে ১৪০টি ঢাকায় চলবে; বাকি ২০০টি ঢাকার থেকে বিভিন্ন জেলা শহরে যাত্রী পরিবহন করবে। দক্ষিণ কোরিয়া থেকে ১ হাজার ১৩৩ কোটি ৪৬ লাখ টাকায় এই বাসগুলো কেনা হবে। এই অর্থের বেশিরভাগই ঋণ হিসেবে নেওয়া হবে কোরিয়ার ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড (ইডিসিএফ)।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় বিআরটিসির বাস কেনার প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়।
বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেছেন, “ইডিসিএফের ঋণ বলে কোরিয়া থেকেই এই বাস কিনতে হবে। তবে এখনও বাসের দাম কত নির্ধারণ করা যাচ্ছে না। কারণ বাসগুলো সংগ্রহ করা হবে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে।”
তবে প্রকল্প বিশ্লেষণে দেখা যায়, একেকটি বাসের দাম পড়ছে ৩ কোটি ৩৩ লাখ টাকা। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এসব বাস ঢাকা পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
একনেকের এদিনের বৈঠকে ১২ হাজার ৯৫১ কেটি টাকা ব্যয়ের ১৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)