“মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন, তত বেশি তথ্য পাবেন। এজন্য ওসিদের থানার প্রতিটি অলিগলি ঘুরতে হবে; মানুষের সঙ্গে মিশতে হবে।”
Published : 20 Jan 2025, 11:00 PM
এলাকার নিরাপত্তা বাড়াতে ঢাকার ওসিদের ‘অযথা ঘোরাঘুরি’ করা গাড়িতে তল্লাশি চালাতে বলেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার বিকালে ঢাকার ৫০ ওসিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “অযথা যেসব মাইক্রোবাস বা প্রাইভেটকার ঘোরাঘুরি করে, সেগুলো তল্লাশি করতে হবে। ছিনতাই প্রতিরোধে বিশেষ করে ভোর বেলায় পুলিশি টহল আরও জোরদার করতে হবে। চাঁদাবাজ যেই হোক, আইনের আওতায় আনতে হবে।”
ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই সভা হয়। সেখানে সাজ্জাত আলী এসব নির্দেশনা দেন বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
তিনি বলেন, “মানুষের সঙ্গে যত বেশি সম্পর্ক তৈরি করবেন, তত বেশি তথ্য পাবেন। এজন্য ওসিদের থানার প্রতিটি অলিগলিতে ঘুরতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে। তথ্য বেশি পেলে অপরাধ ঘটার আগেই ব্যবস্থা নিতে পারবেন।”
ডিএমপি কমিশনার বলেন, “ভুক্তভোগী বা সেবাপ্রত্যাশী সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। থানার অধীনে থাকা সহকর্মীদের নিয়মিত ব্রিফিং করতে হবে। মহান আল্লাহ আমাদের মানুষের নিরাপত্তার যে পবিত্র দায়িত্ব দিয়েছেন, তা সঠিকভাবে পালন করতে হবে। মানুষ যেন ন্যায়বিচার পায়, সেজন্য সঠিক পথে চলতে হবে।”
অভিযোগ উপযুক্ত মনে হলে যথাসময়ে মামলা নিতে এবং জিডির বিষয়ে দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় ডিএমপি কমিশনার ওসিদের কাছ থেকে বর্তমান সময়ে থানায় পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের কথা শোনেন এবং পর্যায়ক্রমে তা সমাধানে আশ্বস্ত করেন।
দায়িত্ব পালন ‘সাহসিকতার’ পরিচয় দেওয়ায় ভাটারা থানার এএসআই মেসবাহ উদ্দিনকে পুরস্কার দেন ডিএমপি কমিশনার। তিনি মেসবাহ উদ্দিনের সাহসিকতাকে অনুকরণীয় বলে মন্তব্য করেন।
গত ১৫ জানুয়ারি সন্ধ্যায় ভাটারার জে-ব্লক এলাকায় ছুরিকাঘাতে আহত হয়েও ‘ছিনতাইকারী’ মোবারক হোসেন নাফিজকে গ্রেপ্তার করে এই পুরস্কার পান মেসবাহ।
এছাড়া চলমান বিশেষ অভিযানে উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান ও মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে বেশি সংখ্যক ‘ছিনতাইকারী’ গ্রেপ্তার করায় পুরস্কৃত করা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম, যুগ্ম-পুলিশ কমিশনার (ক্রাইম) ফারুক হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম উপস্থিত ছিলেন।