বৈঠকে শ্রমিকদের সুষ্ঠু বেতন কাঠামো এবং উচ্চ মূল্যের পণ্যের বাজার ধরতে দক্ষ শ্রমিক তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা।
Published : 25 Nov 2024, 08:55 PM
যুক্তরাষ্ট্রের সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে শ্রম সংস্কারে সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রদ্রিগেজ।
প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের শ্রম মন্ত্রণালয়ের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি-এর ছাড়াও শ্রমিক সংগঠন ইউএনআই গ্লোবাল ইউনিয়ন ও দ্য ওয়ার্কার রাইটস কনসোর্টিয়াম এবং গ্যাপ, পিবিএইচ ও ভিএফ করপোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বৈঠকের বিষয় তুলে ধরে বলা হয়, শ্রম বিষয়ক সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন।
“স্বল্প সময়ে অন্তর্বর্তী সরকারের অগ্রগতি অর্জনকে সাধুবাদ জানিয়েছে সফররত প্রতিনিধিদল। সংস্কার উদ্যোগে পূর্ণ সমর্থন দেওয়ার কথা বলেছে তারা এবং বাকী শ্রম সংস্কার এজেন্ডা বাস্তবায়নে তারা সরকারকে সহযোগিতা দেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে।”
শ্রমিকদের সঙ্গে সরকারের ১৮ দফা চুক্তির বিষয়েও যুক্তরাষ্ট্র প্রতিনিধিদল সাধুবাদ জানিয়েছে বলেও তুলে ধরা হয় বিবৃতিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পকে সহায়তার বিষয় জানাতে, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের বোঝাপড়া এবং অন্তর্বর্তীকালীন সরকারের নেওয়া শ্রম সংস্কারের বিষয়ে অগ্রগতি পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলটি ঢাকা সফর করছে।
বিবৃতিতে বলা হয়, বৈঠকে পররাষ্ট্র সচিব বলেছেন, শ্রম সংস্কার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ‘অন্যতম প্রধান অগ্রাধিকার’। শ্রমিকদের ১৮ দফা দাবির বিষয়ে চুক্তি, শ্রম আইনের সংস্কার, শ্রম বিষয়ক উচ্চ পর্যায়ের কমিশন গঠন এবং সর্বনিম্ন বেতন পর্যালোচনায় কমিটি গঠনসহ বিভিন্ন সংস্কার উদ্যেোগের কথা তুলে ধরেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বৈঠকে শ্রমিকদের সুষ্ঠু বেতন কাঠামো এবং উচ্চ মূল্যের পণ্যের বাজার ধরতে দক্ষ শ্রমিক তৈরির উপর গুরুত্ব দিয়েছেন বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলোর প্রতিনিধিরা।