মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারের কুতুবদিয়ায়।
Published : 15 Apr 2025, 12:29 PM
দেশের বিভিন্ন স্থানে দাবদাহ বয়ে চলার মধ্যে আগামী পাঁচদিন তাপমাত্রা ‘সহনশীল’ থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরপর বৃষ্টি প্রবণতা কমে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী কয়েকদিন তাপমাত্রা মোটামুটি কমের দিকে থাকতে পারে। আগামীতে পাঁচদিনের মতো তাপমাত্রা কম থাকতে পারে।"
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিন সকাল ৬টা পর্যন্ত দেশে সর্বোচ্চ ৪০ মিলিমিটার বৃষ্টি ঝরেছে কক্সবাজারের কুতুবদিয়ায়।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার সন্দ্বীপ ও সীতাকুণ্ডে অঞ্চলসহ ঢাকা, টাঙ্গাইল, নারায়নগঞ্জ, মাদারীপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, খুলনা, বাগেরহাট ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল।
সেদিন দেশের সর্বোচ্চ ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিবদ্ধ হয় চট্টগ্রামের সীতাকুণ্ডে, ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।