ঢাকার ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করেছে পুলিশ।
Published : 14 Oct 2024, 08:41 PM
সরকার পতনের পর আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় এবার আটক হলেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ সোমবার এক বার্তায় বলেছে, রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের মধুপুরে মিছিলে হামলার অভিযোগে গত ২৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা হয়। মধুপুর উপজেলার মালাউড়ী গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জাহিদ হাসান ওই মামলা করেন।
এর আগে গত ১৯ অগাস্ট আব্দুর রাজ্জাক ও সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটুসহ ৫৬ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয় টাঙ্গাইল সদর থানায়। গণআন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের দিন গত ৫ অগাস্ট মিছিলে মারুফ মিয়া নামে এক স্কুলছাত্র নিহতের ঘটনায় তার মা মোছা. মোরশেদা ওই মামলা দায়ের করেন।
এ মামলায় টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৪ আসনের সাবেক সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৭ আসনের সাবেক সংসদ সদস্য খান আহমেদ শুভ, টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়সহ ৫৬ জনকে আসামি করা হয়। অজ্ঞাত আসামি করা হয় ২০০ জনকে।
আরও পড়ুন-
সাবেক মন্ত্রী আব্দুর রাজ্জাকসহ ১১৭ জনের বিরুদ্ধে মামলা
আন্দোলনে মৃত্যু: টাঙ্গাইলের রাজ্জাক-টিটুর নামে হত্যা মামলা
আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক টাংগাইল-১ আসন থেকে দলের মনোনয়নে ২০০১, ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে সংসদ সদস্য হয়েছিলেন। নবম সংসদ নির্বাচনের পর খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীর দায়িত্ব পালন করেন। একাদশ সংসদ নির্বাচনের পর কৃষিমন্ত্রীর দায়িত্ব পান।
ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে ৫ অগাস্ট ভারতে চলে যান শেখ হাসিনা। তিন দিন পর গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। এরপর একে একে গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা।
তাদের মধ্যে আছেন ক্ষমতাচ্যুত সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন, রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। গ্রেপ্তার হয়েছেন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও শীর্ষ পর্যায়ের নেতাসহ অর্ধশতাধিক রাজনীতিবিদ এখন কারাগারে।