পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান পরে অটোব্রিক্স মালিক সমিতির সঙ্গেও মতবিনিময় সভা করেন।
Published : 15 Sep 2024, 07:58 PM
পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে ‘নীতি সহায়তা’ দেওয়ার আশ্বাস দিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়ন করতে ডিসেম্বরের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হবে।
রোববার মতিঝিলে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে ‘পরিবেশবান্ধব পাট খাত এবং পাটশিল্পের সমস্যা উত্তরণ’ শিরোনামে মতবিনিময় সভায় অন্তর্বর্তীকালীন সরকারের নীতিগত অবস্থানটি তুলে ধরেন এই উপদেষ্টা।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাটশিল্পের সংকট মোকাবিলায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ গ্রহণের কথা বলেছেন রিজওয়ানা হাসান।
পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন সভায় তার বক্তব্যে বলেন, “ধান, চাল ও গমের বস্তায় পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিতে প্রথমে উদ্যোগ নেওয়া হবে।”
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মো. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় দেশের পাট মিলের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা পাটশিল্পের বর্তমান পরিস্থিতি ও সমস্যার সমাধান নিয়ে আলোচনা করেন।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান পরে অটোব্রিক্স মালিক সমিতির সঙ্গেও মতবিনিময় সভা করেন।
গত ৯ সেপ্টেম্বর পরিবেশ উপদেষ্টার কাছ থেকে ঘোষণা আসে, ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিনের ব্যাগ বা পলিপ্রপিলিনের ব্যাগ রাখা যাবে না এবং ক্রেতাদেরও দেওয়া যাবে না।
বিকল্প হিসেবে ক্রেতাদের জন্য সুপারশপে বা এর সামনে পাট ও কাপড়ের ব্যাগ রাখার নির্দেশনা দিয়েছেন তিনি।