Published : 07 Feb 2025, 06:39 PM
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, বর্তমান সরকার 'মব জাস্টিসকে’ কোনোভাবেই সমর্থন করে না।
যেখানেই এ ধরনের ‘মব জাস্টিস’ হচ্ছে, তা ঠেকানোর জন্য সরকার ‘চেষ্টা করছে’ বলেও তিনি দাবি করেছেন।
আওয়ামী লীগের সরকার উৎখাতের ছয় মাস পূর্তি ঘিরে ঘোষণা দিয়ে লোক জড়ো করে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের মধ্যে সংস্কৃতি উপদেষ্টার এমন বক্তব্য এল।
শুক্রবার বিকেলে অমর একুশে বইমেলায় চায়না বুক স্টল পরিদর্শনে আসেন উপদেষ্টা। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনও এ সময় উপস্থিত ছিলেন।
একুশে বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে এই 'চায়না বুক হাউসে’ চীন বিষয়ক বিভিন্ন বইয়ের প্রদর্শনী চলছে। বিকেল থেকেই দেখা যায় স্টলের সামনে চা শিল্প, সিংহ নাচ, ক্যালিগ্রাফি, অপেরা মাস্ক পেইন্টিং এবং পেপারকাটের মত ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতির প্রদর্শনী হচ্ছে।
বিকেল ৪টার দিকে চীনের রাষ্ট্রদূত এবং সংস্কৃতি উপদেষ্টা আসেন স্টল পরিদর্শনে। এ সময়ে চীনা রাষ্ট্রদূত বলেন, চীন ইতিমধ্যে বাংলাদেশের মানুষদের জন্য চিকিৎসা সেবা বাড়াতে হাসপাতাল তৈরি করছে।
তিনি বলেন, "চিকিৎসা নিতে বাংলাদেশের মানুষ যেন সহজে ভিসা, টিকিট এবং কম খরচে চিকিৎসা সেবা পেতে পারে, তার জন্য চীন সরকার উদ্যেগ নিয়েছে।"
জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসা দেওয়ার ব্যাপারেও চীন কাজ করছে বলে জানান মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি বলেন, "চীন আমাদের অর্থনীতি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ সহযোগী। আগামী বছর আমরা দশটা বই যৌথভাবে প্রকাশ করার ব্যাপারে কাজ করছি। এর মধ্যে পাঁচটি চীনা ভাষার ক্লাসিক বাংলায় অনুবাদ হবে এবং বাংলা ভাষার পাঁচটি ক্লাসিক চীনা ভাষায় অনুবাদ হবে। আমরা দশটা বই দিয়ে শুরু করছি, সামনে আরও বাড়বে।
"চীনের সঙ্গে আমাদের আরও সাংস্কৃতিক বিনিময়ের কাজ চলমান থাকবে। চীন দূতাবাসের সহযোগিতায় আমরা সিনেমা নিয়েও একটি কাজ করতে যাচ্ছি, যা বাংলাদেশের সিনেমাপ্রেমি সবাইকে আনন্দিত করবে।"
দেশের বর্তমান পরিস্থিতি, হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুকী বলেন, "আমরা কোনো ধরনের মব জাস্টিসে বিশ্বাস করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সচেতন আছে। সবাইকে আহ্বান জানাতে চাই, এখন আমাদের রাষ্ট্র বিনির্মাণের সময়। আমাদের সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে।"
৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার বিষয়ে ফারুকী বলেন, "বিগত ফ্যাসিস্ট, যারা এতগুলো মানুষ মেরেছে, সেই ক্ষত এখনো শুকায়নি। তাদেরকে বলব, আপনারা দেশে এসে বিচারের মুখোমুখি হোন। তা না করে যে উসকানি দিচ্ছেন, তা অত্যন্ত খারাপ। দেশের কোথাও কোনো মব জাস্টিস হলে আমাদের সরকার এর পক্ষেতো নয়ই, বরং আমরা ঠেকানোর কাজ করছি।"
চলতি বছরের একুশে পদকের ঘোষণায় ১৫ জনের মধ্যে পাঁচজনকে মরণোত্তর এ পুরস্কার দেওয়ার কারণও ব্যাখ্যা করেন সংস্কৃতি উপদেষ্টা।
তিনি বলেন, "আমরা পুরনো পাপের প্রায়শ্চিত্ত করছি। এই মহান মানুষেরা আগেই একুশে পদক পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু তাদের অতীতে পুরস্কার দেওয়া হয়নি। আমরা জানি, তখন রাজনৈতিক বিবেচনায় পুরস্কার দেয়া হত। এবার সেটি হয়নি বলে অনেকে প্রশংসাও করছেন।”
উপদেষ্টা বলেন, "এবার আমরা মরণোত্তর পুরস্কার দিয়ে মূলত পাপমুক্ত হওয়ার চেষ্টা করছি। আমি চাই আগামী পাঁচ বছর পরে যেন আর মরণোত্তর পুরস্কার দিতে না হয়৷ জীবিত অবস্থাতেই যেন যোগ্যদের সম্মান দিতে পারি।"