শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বলেছে আদালত।
Published : 09 Mar 2025, 02:40 PM
মাগুরার বোনের বাড়িতে শিশুকে ধর্ষণের ঘটনার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রোববার এ আদেশ দেয়।
সেইসঙ্গে শিশুটির সব ছবি পত্রিকা, অনলাইন পোর্টাল ও সব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুটিকে দেখভালের জন্য সমাজসেবা অফিসার নিয়োগসহ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত।
আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সৈয়দ মাহসিব হোসাইন; সঙ্গে ছিলেন অ্যাডভোকেট হামিদুল মিসবাহ অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।
সৈয়দ মাহসিব হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন তিনি। পরে আদালতের নির্দেশে হামিদুল মিসবাহ ও তিনি এ বিষয়ে রিট মামলা করেন।
এ ঘটনায় গত শনিবার শিশুটির মা মাগুরা সদর থানায় চারজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন।
মামলার আসামিরা হলেন শিশুটির ভগ্নিপতি সজীব হোসেন (১৮) ও বোনের শ্বশুর হিটু মিয়া (৪২), সজিব শেখের ভাই রাতুল শেখ (১৭) এবং তাদের মা জাবেদা বেগম (৪০)। তাদের চারজনকেই গ্রেপ্তার করা হয়েছে।
মামলার নথিতে বলা হয়েছে, সজীবের সহায়তায় তার বাবা হিটু মিয়া শিশুটিকে ‘ধর্ষণ’ করেন। বিষয়টি রাতুল ও জাবেদাও জানতেন। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে হত্যার চেষ্টা চালান তারা।
মাগুরায় শিশু 'ধর্ষণের' ঘটনায় তিন দিন পর মামলা, ৪ আসামির সবাই গ্রেপ্তার
মাগুরার শিশুটিকে দেখলেন স্বরাষ্ট্র উপদেষ্টা, বললেন 'সরকার তৎপর'