বিশেষ সহকারী পদে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
Published : 10 Mar 2025, 05:30 PM
ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরীকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় অর্থ উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব দিয়েছে সরকার।
সোমাবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “রুলস অব বিজনেস অনুযায়ী উপদেষ্টাকে সহায়তা প্রদানের জন্য আনিসুজ্জামান চৌধুরীকে অর্থমন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হল।”
বিশেষ সহাকারী পদে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা প্রাপ্য হবেন।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি বিশ্ববিদ্যালয়ে ‘সামষ্টিক অর্থনৈতিক নীতি বিশ্লেষণ এবং উন্নয়ন অধ্যয়ন’ বিষয়ে দুই যুগের বেশি সময় ধরে অধ্যাপনা করছেন আনিসুজ্জামান চৌধুরী। গত বছর ওই বিশ্ববিদ্যালয়ে তাকে এমিরেটাস অধ্যাপক করা হয়।
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে বিভিন্ন সভা সেমিনারে দেখা যাচ্ছিলন আনিসুজ্জামান চৌধুরীকে। সরকারির বিভিন্ন উদ্যোগে তিনি পরামর্শও দিচ্ছিলেন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর ৮ অগাস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়।
এরপর সাত মাসে উপদেষ্টা পরিষদে কয়েক দফা পরিবর্তন এসেছে, যোগ হয়েছে নতুন মুখ। ২২ জন উপদেষ্টাকে সঙ্গে নিয়ে বর্তমানে সরকার চালাচ্ছেন প্রধান উপদেষ্টা।
উপদেষ্টাদের পাশাপাশি উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, বিশেষ দূত ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তিনজন।
এছাড়া প্রতিমন্ত্রী পদমর্যাদা নিয়ে মোট পাঁচজন বিশেষ সহকারীর দায়িত্ব পালন করে আসছিলেন। তাদের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করে আসা অধ্যাপক এম আমিনুল ইসলাম সোমবার পদত্যাগ করেছেন। আনিসুজ্জামান চৌধুরী নতুন যুক্ত হওয়ায় বিশেষ সহকারীর সংখ্যা সেই পাঁচজনই থাকল।