গরু কেনার জন্য ভোরে রিকশা নিয়ে গাবতলী হাটের দিকে যাওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।
Published : 04 Sep 2024, 12:43 PM
রাজধানীর মাজার রোড এলাকায় এক মাংস ব্যবসায়ীকে গুলি করে তার কাছ থেকে ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই করা হয়েছে।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে মিরপুরের টেকনিক্যাল মোড়ের কাছে রইচ ব্যাপারী নামের ৪০ বছর বয়সী ওই ব্যবসায়ীর পায়ে গুলি করে টাকা ছিনতাই করা হয়।
রইচ ব্যাপারীর বাসা দারুস সালাম এলাকার মাদ্রাসা গলিতে। সকাল সাড়ে ৮টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় বলে মেডিকেল পুলিশ ফাড়ির পরিদর্শক মো. ফারুক জানান।
রইচের ভাতিজা মোহাম্মদ সায়েদ বলেন, “গরু কেনার জন্য ভোরে রিকশা নিয়ে গাবতলী হাটের দিকে যাওয়ার সময় টেকনিক্যাল মোড় থেকে একটু সামনে চারজন ছিনতাইকারী উনাকে ঘিরে ধরে। এরপর উনার ডান পায়ে গুলি করে ৩ লাখ ৩১ হাজার টাকা এবং মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।“
খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় বলে জানান সায়েদ।