বুধবার ঈদের দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পোড়ান সালওয়ান মোমিকা নামের এক ইরাকি।
Published : 02 Jul 2023, 06:51 PM
সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকায় দেশটির শার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়াকব এটাটকে ডেকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সরকার।
রোববার এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাকে তলব করে ‘তীব্র প্রতিবাদ’ জানানো হয়েছে।
বুধবার ঈদের দিন স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে কোরআন পোড়ান সালওয়ান মোমিকা নামের এক ব্যক্তি। সুইডেনে বসবাসরত ওই ইরাকির বিরুদ্ধে উত্তেজনা ছড়ানোর অভিযোগ এনেছে পুলিশ।
ওই ঘটনায় প্রায় ২০০ মানুষ উপস্থিত ছিল বলে এক খবরে জানিয়েছে রয়টার্স; তাদের অনেকে ওই সময়ই কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ জানিয়েছিলেন।
সম্প্রতি সেখানে এ ধরনের কোরআন-বিরোধী বেশ কিছু প্রতিবাদ কর্মসূচির আবেদন নাকচ করে দেয় পুলিশ। কিন্তু মতপ্রকাশের স্বাধীনতার আইনি কারণ দেখিয়ে পুলিশের সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত।
এ ঘটনায় বিশ্বের বিভিন্ন মুসলিম দেশে বিক্ষোভ হয়েছে, কয়েকটি দেশে ডেকে পাঠানো হয়েছে সুইডেনের রাষ্ট্রদূতদের।
ঘটনার পর এক বিবৃতিতে কোরআন পোড়ানোর ঘটনার প্রতিবাদ জানিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়।