৭ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে হাজির করা হয়।
Published : 23 Sep 2024, 05:23 PM
একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের আবেদনের ওপর শুনানি করে সোমবার তা মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম তাহমিনা হক।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে গৃহকর্মী লিজা আক্তার হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে এদিন শাহরিয়ার কবিরকে আদালতে হাজির করা হয়।
এরপর যাত্রাবাড়ী থানার রফিকুল ইসলাম হত্যা এবং আরিফ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
রফিকুল হত্যা মামলার বিবরণ অনুযায়ী, ১৮ জুলাই যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরে রফিকুলের স্ত্রী হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করা হয়।
আর আরিফ হত্যা মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ জুলাই ঢাকার যাত্রাবাড়ী থানার উত্তর কুতুবখালী এলাকায় আন্দোলনের সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে নিহত হন লর্ড হার্ডিঞ্জ ফাযিল মাদরাসার ছাত্র আরিফ।
আরিফের বাবা ইউসুফের অভিযোগ, তার ১৭ বছর বয়সী ছেলে আরিফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়। আন্দোলনটি পুরোপুরি শান্তিপূর্ণ ছিল, তবে আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের নির্দেশে পুলিশ ও দলীয় কর্মীরা আন্দোলনকারীদের ওপর গুলি চালায়।
গত ১৬ সেপ্টেম্বর বনানী থেকে গ্রেপ্তার করা হয় শাহরিয়ার কবিরকে। তিনি দীর্ঘদিন ধরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম নিয়ে সোচ্চার ভূমিকা পালন করছেন। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। ২০২৪ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তাকে উপদেষ্টামণ্ডলীর সভাপতি করা হয়।