গত ৫ জুলাই রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁসে জড়িত তারা।
Published : 18 Dec 2024, 07:22 PM
বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (নন ক্যাডার) পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অফিস সহকারী আব্দুল আজিম ও পরিচ্ছন্নতাকর্মী রুপন চন্দ্র দাসকে কারাগারে পাঠানো হয়েছে।
তাদের রিমান্ডের আবেদনের ওপর শুনানির জন্য ২৪ ডিসেম্বর দিন ঠিক করেছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুর রহমান এ আদেশ দেন।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের আদালতে হাজির মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ কমিশনার সুমন কুমার সাহা দশ দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেন।
“আদালত রিমান্ড শুনানির জন্য আগামী ২৪ ডিসেম্বর ধার্য করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।”
রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ জুলাই বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস করে অর্থের বিনিময়ে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করে একটি সংঘবদ্ধ চক্র।
পরে পুলিশ ঘটনার সাথে সম্পৃক্ত আসামিদের গ্রেপ্তার করে এজাহার দায়ের করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছেন, তারা একটি সংঘবদ্ধ চক্র হিসেবে বিগত বছরগুলোর বিসিএসসহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। পরে তা অর্থের বিনিময়ে পরীক্ষা শুরু হওয়ার আগে পরীক্ষার্থীদের কাছে বিক্রি করেছেন।