“ডিবিতে কোনো ধরনের অন্যায়-অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না," বলেন তিনি।
Published : 05 Oct 2024, 03:47 PM
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে কোনো ‘আয়নাঘর’ বা বন্দিশালা থাকবে না বলে ঘোষণা দিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি এও বলেছেন, ডিবি কার্যালয় নায়ক-নায়িকার আড্ডাখানা হবে না; থাকবে না কোনো ভাতের হোটেল।
শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপির ডিবি প্রধান মল্লিক বলেন, “আমি স্পষ্টভাবে বলতে চাই, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসে আর কোনো আয়নাঘর থাকবে না। ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে, যেখানে মানুষ ন্যায় বিচার পাবেন। ডিবিকে মানুষের আস্থার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।"
ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বিভিন্ন সময়ে ডিবি কার্যালয়ে অভিযোগ নিয়ে আসা মানুষদের ভাত খাইয়ে হয়েছিলেন তুমুল আলোচিত এবং বিতর্কিত। ‘ডিবি হারুন’ নামে পরিচিতি পাওয়া সেই পুলিশ কর্মকর্তার এসব কর্মকাণ্ড নিয়ে তৈরি হচ্ছে সিনেমাও। রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিতর্কিত এ পুলিশ কর্মকর্তার হদিশ মিলছে না।
হারুনের স্থলাভিষিক্ত মল্লিক সংবাদ সম্মেলনে বলেন, "আর কোনো আয়নাঘর থাকবে না। থাকবে না কোনো ভাতের হোটেল। সেলেব্রিটি নায়ক-নায়িকাদের বিচরণস্থল হবে না ডিবি। ডিবি হবে ভুক্তভোগীদের ভরসাস্থল।"
তিনি বলেন, “বিগত সময়ের উচ্চাভিলাষী ও অপেশাদার কিছু কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্রজনতার আন্দোলন, গণঅভ্যুত্থান এবং বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে।"
এ ধরনের পরিস্থিতিতে পুলিশ কখনো পড়েনি বলেও মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সমালোচিত ছিলেন। তাদের বর্তমান অবস্থান কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা জানতে চান সাংবাদিকরা।
এই প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে গোয়েন্দা পুলিশ কর্মকর্তা মল্লিক বলেন, “যে পুলিশ কর্মকর্তাই অপরাধের সাথে যুক্ত থাকবে, আমরা তাকে অবশ্যই আইনের আওতায় আনব।"
ডিএমপির ডিবি প্রধান হিসেবে নিজে জবাবদিহিতার ঊর্ধ্বে নয় মন্তব্য করে মল্লিক বলেন, তিনি ন্যায়-নীতি, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন।
“ডিবিতে কোনো ধরনের অন্যায়-অবিচার ও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।"
দুর্গাপূজায় বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে পুলিশের পাশাপাশি ডিবির সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।
ভারতের কলকাতায় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের মতো আলোচিত মামলার তদন্তের অগ্রগতি জানতে চান সাংবাদিকরা।
জবাবে ডিএমপির ডিবি প্রধান মল্লিক বলেন, “যে সমস্ত মামলা ঝুলে আছে এবং স্পর্শকাতর- সেগুলো অবশ্যই তদন্ত করব, কেন করব না?"