একই আদালত গত ১৩ এপ্রিল তিনজনের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়।
Published : 17 Apr 2025, 04:53 PM
গোপালগঞ্জের কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, স্ত্রী শিখা সরকার ও তার ব্যবসায় সম্পৃক্ত সুধীর কুমার সরকারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের সহকারি পরিচালক বিলকিস আক্তার আবেদনটি করেছিলেন।
আবেদনে বলা হয়, “বিমল কৃষ্ণ বিশ্বাসের বিরুদ্ধে অর্থ পাচার ও আত্মসাতের অভিযোগে অনুসন্ধান চলছে। বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযোগ সংশ্লিষ্টরা দেশত্যাগের চেষ্টা করছেন।
“তারা বিদেশে পালিয়ে গেলে পাচার করা অর্থ ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে। তারা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য নিষেধাজ্ঞা প্রয়োজন।”
এর আগে গত ১৩ এপ্রিল একই আদালত এ তিনজনের নামে থাকা ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেয়।
গত ৫ অগাস্ট অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর কোটালীপাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণকে আর প্রকাশ্যে দেখা যায়নি।
এরপর গত ৩ সেপ্টেম্বর পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশের পর দেশটির সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে বলে সংবাদমাধ্যমে খবর আসে।