তিনি তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।
Published : 15 Jan 2025, 06:26 PM
পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম আজিজুল হক মারা গেছেন।
পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর উত্তরায় নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
এম আজিজুল হক ২০০৭ সালে ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, নৌ পরিবহন এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন।
১৯৬৫ সালে পুলিশ সার্ভেসে যোগ দেওয়া আজিজুল হক ১৯৯৬ সালের এপ্রিলে আইজিপি হন এবং ১৯৯৭ সালেল ১৬ নভেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরের বছর ১১ ডিসেম্বর অবসরে যান তিনি।
আজিজুল হক ১৯৪০ সালে ফরিদপুর সদরের ঝিলটুলি গ্রামে জন্মগ্রহন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন।
বুধবার জোহরের পর রাজারবাগে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকালে তাকে রাজধানীর উত্তরা কবরস্থানে তার দাফন হয়।
তার তিন সন্তানের মধ্যে বড় ছেলে আসিফ আজিজ ব্যাংক কর্মকর্তা, মেজ ছেলে হাসিব আজিজ চট্রগ্রাম মহানগর পুলিশের কমিশনার এবং ছোট ছেলে তৌফিক আজিজ চিকিৎসক।
সাবেক এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন শোক প্রকাশ করেছে।