তাদের অনেককে গায়ে কাফনের কাপড় জড়িয়ে বসে থাকতে দেখা গেছে।
Published : 14 Jan 2025, 11:22 PM
রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে বুধবার সমাপনী কুচকাওয়াজ শেষ করে সেখানকার প্রশিক্ষণপর্ব শেষ করছেন ৪০ ব্যাচের ৪৭৮ জন ক্যাডেট এসআই।
অন্যদিকে সেই ব্যাচের প্রশিক্ষণ চলাকালে অব্যাহতি দেওয়া ৩৪৩ জন চাকরি ফিরে পাওয়ার দাবিতে আমরণ অনশনে বসেছেন সচিবালয়ের সামনে।
রেওয়াজ অনুযায়ী এসআই ব্যাচের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষ্যে সাজানো হয়েছে সারদা।
সেই কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের।
বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মো. মাসুদুর রহমান ভূঞা সাংবাদিকদের বলেছেন, বুধবার ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। এই ব্যাচে মোট ৮২১ জন প্রশিক্ষণ শুরু করলেও ‘গুরুতর অপরাধের’ কারণে ২২ জনকে এবং মাঠে ও ক্লাসে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির অপরাধে ৩২১ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। সর্বশেষ ৪৭৮ জন এসআই সমাপনী কুচকাওয়াজে অংশ নিচ্ছে।
বাদ পড়া এসআইরা বলছেন, ২০২৩ সালের ৪ নভেম্বর সারদায় বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয় তাদের। এক বছরের প্রশিক্ষণ শেষ করার পর ২০২৪ সালের শেষে তাদের সমাপনী কুচকাওয়াজ হওয়ার কথা। তার পর পুলিশের বিভিন্ন ইউনিটে প্রশিক্ষনার্থী এসআই হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তাদের।
তারা বলছেন, ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ‘পাল্টে যায় অনেক হিসাব’। প্রশিক্ষণ চলাকালে নানা ‘অজুহাতে’ তাদের ৩৪৩ জনকে অব্যাহতি দেওয়া হয়।
এর মধ্যে বিভিন্ন সময়ে গুরুতর অপরাধের অভিযোগে ২২ জনকে বাদ দেওয়া হয়। মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে চার ধাপে ৩২১ জনকে প্রথমে কারণ দর্শাতে বলা হয়, পরে অব্যাহতি দেওয়া হয়।
তাদের মধ্যে ২০২৪ সালের গত ২১ অক্টোবর ২৫২ জন, ৪ নভেম্বর ৫৮ জন, ১৮ নভেম্বর তিনজন এবং সর্বশেষ ১ জানুয়ারি আটজনকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি দেওয়া হয়।
চাকরি ফিরে পাওয়ার দাবি নিয়ে এই ক্যাডেট এসআইরা সোমবার সকাল ১০টায় ব্যানার নিয়ে সচিবালয়ের ৩ নম্বর ফটকের বিপরীতে ওসমানী স্মৃতি মিলনায়তনের পাশে অবস্থান নেন। রাত থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন।
মঙ্গলবার তাদের অনেককে গায়ে কাফনের কাপড় জড়িয়ে বসে থাকতে দেখা গেছে।
অব্যাহতি পাওয়া এসআই মো. তারেক বলেছেন, “চাকরি ফেরত না দিলে আমরা এখান থেকে যাচ্ছি না। তবে একদিন হয়ে গেলেও সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস আমরা পাইনি।”
সোমবার অব্যাহতি পাওয়া মাসুদ রানা বলেছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি স্যার আমাদের আশ্বাস দিয়েছিলেন। আমাদের বিষয়ে তারা কী সিদ্ধান্ত নিয়েছেন, তা জানতে আমরা এসেছি।”
তার আগে চাকরি ফেরত পাওয়ার দাবিতে সেই এসআইরা গত ৫ ও ৬ জানুয়ারি সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন। পরে স্বরাষ্ট্র সচিবের আশ্বাসে ৬ জানুয়ারি অবস্থান কর্মসূচি স্থগিত করেন। তখন দাবি মেনে নিতে ১২ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা।
সোমবার সন্ধ্যায় আন্দোলনরতদের কয়েকজন স্বরাষ্ট্র সচিবের সঙ্গে দেখা করেন। কিন্তু কোন আশ্বাস না পেয়ে তারা অনশন অব্যাহত রাখার সিদ্ধান্ত জানান।
পুরনো খবর: