এরইমধ্যে ফাউন্ডেশনের ওয়েবসাইট চালু করা হয়েছে। একটি হটলাইন নম্বর খোলা হয়েছে তথ্য সংগ্রহের জন্য।
Published : 22 Oct 2024, 12:06 AM
ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় হতাহতদের সহায়তায় গঠিত ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ সারজিস আলমকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে।
সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে ফাউন্ডেশনের কাজে যুক্ত করে স্নিগ্ধের দায়িত্ব পরিবর্তন আনার তথ্য জানানো হয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত এ ফাউন্ডেশনের সভাপতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর জমজ ভাই স্নিগ্ধকে শুরুতে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয়েছিল।
সোমবার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দ্বিতীয় সভায় সারজিস ও স্নিগ্ধের দায়িত্বের বিষয়টি অনুমোদন করা হয়।
এরইমধ্যে ফাউন্ডেশনের ওয়েবসাইট চালু করা হয়েছে। একটি হটলাইন নম্বর খোলা হয়েছে তথ্য সংগ্রহের জন্য।
গত ১০ সেপ্টেম্বর গঠিত এ ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার সহায়তা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত এ ফাউন্ডেশন থেকে ১৭৬ জন আহতকে মোট এক কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে।
'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের' হটলাইন-ওয়েবসাইট চালু
'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে' প্রধান উপদেষ্টার শত কোটি টাকার অনুদান