ছুটির দিন ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হট লাইনে যোগাযোগ করা যাবে।
Published : 13 Oct 2024, 11:52 PM
ছাত্র-জনতার গণ আন্দোলনের সময় নিহত ও আহতদের বিভিন্ন তথ্য সংগ্রহে হট লাইন নম্বর এবং ফাউন্ডেশন সম্পর্কে জনগণকে অবহিত করতে ওয়েবসাইট চালু করেছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।
হট লাইন নম্বরটি হল ১৬০০০; যেটিতে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। তবে সরকারি ছুটির দিনগুলোতে নম্বরটি বন্ধ থাকবে।
অপরদিকে ওয়েবসাইট www.jssfbd.com এর মাধ্যমে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে সবাই বিভিন্ন তথ্য জানতে পারবেন। পাশাপাশি গণ আন্দোলনের স্মৃতি ধরে রাখার জন্য এ ওয়েবসাইট ব্যবহৃত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে গত ১০ সেপ্টেম্বর এ ফাউন্ডেশন গঠন করা হয়।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ এর জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধকে সম্পাদক করে সাত সদস্যের 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন' গঠন করা হয়।
রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আহতদের ১২২ জনের হাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদান দেওয়া হয়েছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম অনুদানের চেক হস্তান্তর করেন বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ফাউন্ডেশন থেকে ১৭৬ জন আহতকে মোট এক কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা অনুদান দেওয়া হয়েছে।