কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার সেতু ভবনে নাশকতার মামলায় তারা গ্রেপ্তার হয়েছিলেন।
Published : 06 Aug 2024, 07:37 PM
কোটা সংস্কার আন্দোলন চলাকালে ঢাকায় সেতু ভবনে নাশকতার মামলায় জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সভাপতি আন্দালিব রহমান পার্থ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব।
মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের জামিন দেন।
পার্থ এর আইনজীবী আলী বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাদের জামিন পাওয়ার তথ্য দেন।
এর আগে সাবেক সংসদ সদস্য আন্দালিব পার্থকে দুই দফায় আট দিনের রিমান্ড শেষে শুক্রবার কারাগারে পাঠানো হয়।
অপরদিকে ছয় দিনের রিমান্ড শেষে শনিবার কারাগারে পাঠানো হয় আসিফ মাহতাবকে।
কোটা সংস্কার আন্দোলন থেকে তুমুল গণআন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তারা জামিনে মুক্ত হলেন।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ ও ১৯ জুলাই সেতু ভবনসহ ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়। তাতে সেতু ভবনের ৫৫টি গাড়ি পুরোপুরি পুড়ে যায়। ভবনের নিচতলায় পুরোপুরি পুড়ে যায় বঙ্গবন্ধু কর্নার, অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন ও ডে-কেয়ার সেন্টার।
এ ঘটনায় সেতু ভবনের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন, যাতে ৩০০ কোটি টাকার ক্ষতির অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৭ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায় বলে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে তার পরিবার। একই মামলায় গ্রেপ্তার করা হয় আন্দালিব পার্থকে।
পুরনো খবর-