সেতু ভবনে নাশকতার মামলায় ছয় দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়।
Published : 03 Aug 2024, 06:42 PM
ঢাকার বনানীর সেতু ভবনে নাশকতার মামলায় রিমান্ড শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আরিফ সোহেলকে জামিন দিয়েছে আদালত।
শনিবার একই মামলায় রিমান্ড শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকার মহানগর হাকিম মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত এ আদেশ দেন।
আদালতে বনানী থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই শাহ আলম বলেন, ছয় দিনের রিমান্ড শেষে এ দুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া।
আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, অনান্য সাধারণ শিক্ষার্থী একে একে জামিন পাচ্ছেন। আরিফ সোহেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের মেধাবী ছাত্র। তিনি জামিনের কোনো শর্ত ভঙ্গ করবেন না।
অপরদিকে শিক্ষক আসিফ মাহতাবের বিষয়ে তিনি বলেন, “শিক্ষা বিষয়ক একটি রচনাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছিলেন আসিফ। যার জন্য এ মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের জামিন চাই।”
উভয়পক্ষের শুনানি নিয়ে আরিফ সোহেলের জামিন মঞ্জুর এবং আসিফ মাহতাবকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৮ ও ১৯ জুলাই সেতু ভবনসহ ঢাকার বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা-ভাংচুর-অগ্নিসংযোগ করা হয়। তাতে সেতু ভবনের ৫৫টি গাড়ি পুরোপুরি পুড়ে যায়। ভবনের নিচতলায় পুরোপুরি পুড়ে যায় বঙ্গবন্ধু কর্নার, অভ্যর্থনা কেন্দ্র, মিলনায়তন ও ডে-কেয়ার সেন্টার।
কোটা: জাবির সমন্বয়ককে তুলে নেওয়ার অভিযোগ, শিক্ষকদের প্রতিবাদ
সেতু ভবনে নাশকতা: আসিফ মাহতাবসহ দুজন ৬ দিনের রিমান্ডে
এ ঘটনায় সেতু ভবনের তত্ত্বাবধায়ক রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন, যাতে ৩০০ কোটি টাকার ক্ষতির অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় গত ২৭ জুলাই রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার বাসা থেকে ডিবি পুলিশ আটক করে নিয়ে যায় বলে সংবাদমাধ্যমের কাছে তুলে ধরে তার পরিবার।
একই দিন রাত সোয়া ৩টার দিকে ‘সাদা পোশাকধারী’ আট-নয়জনের একটি দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আরিফ সোহেলকে তুলে নিয়ে যায়।
২৯ জুলাই তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে শনিবার তাদের আদালতে হাজির করা হয়।