নিহত জসীম ও গ্রেপ্তার সবাই টিজি কলোনির বাসিন্দা। ‘এলাকার আধিপত্য এবং ময়লার উচ্ছিষ্ট বিক্রি’ নিয়ে তাদের মধ্যে কিছুদিন আগে বিরোধ সৃষ্টি হয় বলে পুলিশের ভাষ্য।
Published : 19 Dec 2024, 07:52 PM
চট্টগ্রামের আনন্দবাজার এলাকায় যুবক খুনের ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বন্দর থানার চান্দারপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নেজাম উদ্দিন দিপু (২৫) ও মো. সিয়াম (২৫)।
নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিটি করপোরেশনের ময়লার ডিপোতে ‘ডাম্পিং করা বাসা বাড়ির বর্জ্য, মেয়াদোত্তীর্ণ পচাবাসি খাবারসহ কুড়ানো, বোতল বিক্রি ও চান্দারপাড়া এলাকায় আধিপত্য বিস্তার’ নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে।
নিহত জসীম ও গ্রেপ্তার সবাই টিজি কলোনির বাসিন্দা। ‘এলাকার আধিপত্য এবং ময়লার উচ্ছিষ্ট বিক্রি’ নিয়ে তাদের মধ্যে কিছুদিন আগে বিরোধ সৃষ্টি হয়।
“এ বিরোধের জেরে মঙ্গলবার রাতে টিজি কলোনির মুখে দিপু তার সহযোগীদের নিয়ে জসীম উদ্দিনের ওপর হামলা চালায়। এসময় দিপুর চালানো ছুরি জসীমের গলায় লাগে। গুরুতর আহত জসীমকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয়।”