গত ১৮ জুলাই আন্দোলনের মধ্যে গুলিতে নিহত হন একাদশ শ্রেণির ছাত্র ফাইয়াজ।
Published : 10 Sep 2024, 05:34 PM
কোটা সংস্কার আন্দোলন চলাকালে রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফাইয়াজকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
মঙ্গলবার ফারহানের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দাখিল করেন।
গত ১৮ জুলাই রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফাইয়াজ গুলিতে নিহত হন।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মুহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কোটাবিরোধী আন্দোলন তখন চলছিল। ১৮ জুলাই ধামন্ডি ২৭ নম্বর রোডে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফাইয়াজ বুকে গুলি লেগে নিহত হয়। হাসপাতালে নেওয়ার আগে তার মৃত্যু হয়েছিল।
“সরকারের নির্দেশে, মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে সরকারি বাহিনী এ ঘটনাগুলো ঘটিয়েছে। পরিবারের কাছে আমরা তথ্যগুলো পেয়েছি। সে তথ্যগুলো আছে। কমন আসামি, কমন অভিযোগ। সুতরাং সে আলোকে মামলাটা তৈরি হবে।”