প্রাথমিক তদন্তে বেশ কিছু অভিযোগের সত্যতা পাওয়ার কথা বলছে দুদক।
Published : 20 Mar 2025, 11:10 PM
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শিল্পীদের তালিকাভুক্তিতে অনিয়ম ও ভুয়া বিল-ভাউচারের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযানে চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই অভিযানে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ার কথা বলেছে সংস্থাটি।
দুদক বলছে, অর্থের বিনিময়ে ১ হাজার ৭৯১ জন শিল্পীকে বিটিভির তালিকাভুক্ত করা হয়েছে। একই অনুষ্ঠান পুনরায় প্রচার করে নতুন বিল উত্তোলন করা হয়েছে এবং প্রকল্পে ভুয়া বিল-ভাউচার দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে।
“অভিযানে দুদকের দল সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করে এবং প্রাথমিক তদন্তে বেশ কিছু অভিযোগের সত্যতা পায়। সংগৃহীত নথিপত্র বিশ্লেষণের পর কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।”