তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে স্বজন ও প্রতিবেশীদের তথ্যের বরাতে বলছে পুলিশ।
Published : 09 Nov 2024, 09:44 PM
রাজধানীর রামপুরার একটি বাসা থেকে নববিবাহিত এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ; যারা মাত্র মাস দুয়েক আগে বিয়ে করে একসঙ্গে বসবাস করে আসছিলেন।
শনিবার দুপুর একটার দিকে রামপুরার চৌধুরীপাড়া শিশু পার্কের পাশে একটি বাসার তৃতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধারের তথ্য দিয়েছেন রামপুরা থানার এসআই আব্দুল বাসেত।
মারা যাওয়া স্বামীর নাম জুবায়ের হুসাইন বিপুল (২৭) ও স্ত্রী মনীষা আক্তার (১৮)।
নিহত দুইজনের স্থায়ী ঠিকানা পাবনা সদর উপজেলার বলরাহাপুর গ্রামে। জুবায়ের হুসাইন বিপুলের বাবার নাম আজিম উদ্দিন ও মনীষা আক্তারের বাবার নাম হোসেন বেপারী।
এসআই বাসেত বলেন, “বিপুলের মরদেহ ঝুলছিল সিলিং ফ্যানের সঙ্গে আর তার স্ত্রী মনীষার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।”
ওই ভবনের অন্যান্য ভাড়াটিয়ার মাধ্যমে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ সেখানে যায়। তারপর দুপুর ১টার দিকে বাসার দরজা ভেঙে প্রবেশ করে দুইজনের ঝুলন্ত লাশ দেখতে যায়।
পারিবারিক কলহ থেকে প্রাথমিকভাবে ’আত্মহত্যার’ ধারণা কা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে, বলেন এসআই বাসেত।
লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
স্বজন ও প্রতিবেশীদের তথ্যের বরাতে ওই পুলিশ কর্মকর্তা বলেন, পেশায় মোটর মেকানিক্স জুবায়েরের সঙ্গে মনীষার প্রেমের সম্পর্ক ছিল। মাস দুয়েক আগে তাদের বিয়ে হয়, তারপর থেকে ওই ভাড়া বাসায় তারা বসবাস করতেন।