শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর মাইজদীকোর্টে দেশের সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।
Published : 02 Aug 2024, 01:58 PM
দেশজুড়ে শ্রাবণের যে বৃষ্টি শুরু হয়েছে, তা দুদিন ধরে থেমে থেমে চললেও সোমবার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোববার বিকাল পর্যন্ত বৃষ্টি কম থাকবে। তারপর ৫ তারিখ থেকে আবার বৃষ্টিপাত বাড়বে।”
ঢাকার আকাশ সকাল থেকেই মেঘলা। বিরতি দিয়ে দিয়ে বৃষ্টি ঝরছে। বৃহস্পতিবারও দিনভর একই ধরনের আবহাওয়া বিরাজ করেছে।
আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নোয়াখালীর মাইজদীকোর্টে দেশের সর্বোচ্চ ২৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। এ ছাড়া লক্ষ্মীপুরের রামগতিতে ২৭২, পটুয়াখালীতে ২১৬, বাগেরহাটের মোংলায় ১৮২, ভোলায় ১৪৭, চট্টগ্রামের আমবাগানে ১৩৯, চট্টগ্রামের সন্দ্বীপে ১৩৭, ফেনীতে ১৩৪ মিলিমিটারসহ প্রায় সারাদেশেই কমবেশি বৃষ্টির খবর দিয়েছে আবহাওয়া অফিস।
সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তাকে হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে তাকে মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে তাকে বলা হয়ে থাকে অতি ভারি বৃষ্টিপাত।
আবহাওয়া অফিস বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।