ফানুস মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, বলছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
Published : 31 Dec 2024, 12:12 AM
ইংরেজি বর্ষবরণে থার্টি ফাস্ট উদযাপনে মেট্রোরেল লাইন ও আশপাশের এলাকায় ফানুস না ওড়ানোর অনুরোধ জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল।
ডিএমটিসিএলের উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া সোমবার এক বিজ্ঞপ্তিতে বলেছেন, “উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রো ট্রেন চলাচল করে। থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে ফানুস বা অনুরূপ কোনো বস্তু ওড়ানো হলে সেগুলো বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যেকোনো মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা, প্রাণ ও সম্পদহানির আশঙ্কা রয়েছে।
“এজন্য উত্তর থেকে মতিঝিল পর্যন্ত রুট ও আশেপাশের এলাকায় ফানুস বা ওই জাতীয় বস্তু না ওড়াতে বিশেষভাবে অনুরোধ করা হল।”
নির্দেশনা না মেনে ফানুস ওড়ানোর ফলে দুর্ঘটনা হলে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।
থার্টি ফাস্ট ঘিরে প্রতি বছরের মত এবারও ফানুস ওড়ানো ও আতশবাজি না ফোটানোর নির্দেশনা দিয়েছে সরকার।
গত বছর থার্টি ফাস্টে ঢাকার বিভিন্ন স্থানে ওড়ানো ফানুস গিয়ে পড়ে মেট্রোরেলের তারের ওপর। এতে বিপত্তিতে পড়ে মেট্রোরেল কর্তৃপক্ষ। তারা সেসময় ৩৮টি ফানুস অপসারণ করে মেট্রোরেলের তার থেকে।
এ ছাড়া থার্টি ফার্স্ট নাইটে ঢাকার বিভিন্ন জায়গায় ফানুস থেকে আগুনের ঘটনা ঘটে, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়।