দেশের সাতটি জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি কিছু কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় প্রশমিত হতে পারে।
Published : 13 Apr 2025, 09:42 PM
ঝড়-তুফানের জন্য খ্যাত বাঙলা বছরের প্রথম দিনটির আবহাওয়া ‘ভালো থাকবে’ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার রাতে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কালকে (সোমবার) ঢাকার আবহাওয়া ভালোই থাকার সম্ভাবনা বেশি।
“আমরা যে দেশের দুয়েক জায়গায় বৃষ্টির সম্ভাবনার কথা বলেছি, সেটি হচ্ছে- কোনো এলাকার চার ভাগের এক ভাগ জায়গায় হতে পারে। অর্থাৎ, সেখানে এক ফোঁটা হলেও বৃষ্টি হতে পারে।”
এই আবাহওয়াবিদের ভাষ্য, “সকাল অথবা সন্ধ্যা নাগাদ রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি আছে। আর, অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সম্ভাবনাই নেই।”
আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যা ৬টার বুলেটিনে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এদিকে, দেশের সাতটি জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, সেটি কিছু কিছু জায়গায় আগামী ২৪ ঘণ্টায় প্রশমিত হতে পারে। জেলাগুলো হল- মৌলভীবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও পটুয়াখালী।
সারাদেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
গেল ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে; ৪৫ মিলিমিটার।
এছাড়া, রংপুরে ৩৫ মিলিমিটার, দিনাজপুরে ৩০ মিলিমিটার, নীলফামারীর ডিমলায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করেছে আবহাওয়া অধিদপ্তর।
এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ড ও রাঙামাটিতে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুর ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।