একের পর এক অগ্নিকাণ্ডে নাশকতার সন্দেহ উঠছে।
Published : 15 Apr 2023, 07:21 PM
রাজধানীতে ঘটে যাওয়া প্রতিটি অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেছেন, নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একের পর এক আগুন নাশকতা কি না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে প্রশ্ন রাখার কিছুক্ষণ পর শনিবার বিকালে ঢাকার সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ দোকান মালিক সমিতির এক অুনষ্ঠানে বক্তব্য রাখছিলেন পুলিশ প্রধান।
আইজিপি বলেন, “আমরা ইদানীং লক্ষ্য করছি রাজধানীর কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনা বাংলাদেশ পুলিশ খতিয়ে দেখছে। এখানে যদি কোনো নাশকতার ঘটনা থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঈদের আগে আগে বেশ কিছু আগুনের ঘটনা মানুষকে নাড়া দিয়েছে। গত ৪ এপ্রিল ভোরে ঢাকার বঙ্গবাজার মার্কেট পুড়ে ছাই হয়ে যায়। ১১ এপ্রিল চকবাজারের সিরামিক গুদামে আগুন লাগে। গত বৃহস্পতিবার পুরান ঢাকার নবাবপুর রোডে আগুনে পুড়ে ২০টির মতো গুদাম। শনিবার ভোরে আগুন লাগল ঢাকার নিউ সুপার মার্কেটে।
ভোরে একের পর এক আগুন বিরোধীদের নাশকতা কি না, সন্দেহ শেখ হাসিনার
এগুলো দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত নাশকতা, বিপুল সংখ্যক মানুষ এই প্রশ্ন তোলার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রত্যেকটা মার্কেটকে বারবার সতর্ক করা হচ্ছে… তাদের মার্কেটের যে অবস্থা সেখানে যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে, কিন্তু এরপর পরপর চারটা ঘটনাকে যদি আমরা দেখি, তাহলে এটা কি আদতেই আসলেই কোনো দুর্ঘটনা নাকি এর পেছনে কোনো কারসাজি আছে।”
নিউ সুপার মার্কেটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিনও নাশকতার সন্দেহ প্রকাশ করে তা তদন্ত করতে পুলিশের প্রতি আহ্বান রেখেছিলেন।
আগুনের ঘটনাগুলো তদন্ত করে দেখার পাশাপাশি অগ্নিকাণ্ডের যারা কর্মহীন হয়ে পড়েছেন, তাদের পাশে দাঁড়াতে মালিক সমিতির প্রতি আহ্ববানও জানান আইজিপি।
তিনি বলেন, “আপনারা (দোকান মালিক সমিতি) এ মুহূর্তে অসহায় হয়ে পড়া শ্রমিকদের পাশে দাঁড়ান।”
এদিন ঈদ উপলক্ষে অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করে ঢাকা মহানগর দোকান মালিক সমিতি।
সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মহাসচিব মো. জহিরুল হক ভূঁইয়ার সঞ্চালনায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার খন্দকার গোলাম ফারুক এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান বক্তব্য দেন।