১২ অগাস্টের মধ্যে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে ৬৭ জন পদত্যাগ করেন।
Published : 28 Aug 2024, 09:38 PM
নতুন ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
“১৩ অগাস্ট নিয়োগপ্রাপ্ত ৯ জন অ্যাটর্নি এটর্নি জেনারেল ছাড়া আগে নিয়োগপ্রাপ্ত সকল ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ আদেশ বাতিলপূর্বক মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত ক্ষমতা বলে পূনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের ৬৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ করা হল,” বলা হয়েছে প্রজ্ঞাপনে।
এ কার্যালয়ে ২১৫ জন আইন কর্মকর্তা রয়েছেন।
গত ৫ অগাস্ট প্রবল গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে অ্যাটর্নি কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ চলে।
১২ অগাস্টের মধ্যে অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের মধ্যে ৬৭ জন পদত্যাগ করেন।
৮ অগাস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
১৩ অগাস্ট আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন ৩ আইনজীবী
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ৬৭ আইন কর্মকর্তার পদত্যাগ
নতুন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান