একই দিন নয় আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Published : 13 Aug 2024, 04:08 PM
আইনজীবী আব্দুল জব্বার ভুঁইয়া, অনীক আর হক ও মোহাম্মদ আরশাদুর রউফকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ বিষয়ে আদেশ জারি হয়েছে।
গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অ্যাটর্নি জেনারেল ও তিনজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করলে পদগুলো শূন্য হয়।
এর আগে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন ৯ আইনজীবী
সুপ্রিম কোর্টের নয় আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তারা হলেন– আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রনজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দীপ্তি, মহসিনা খাতুন এবং মো. রফিকুল ইসলাম মন্টু।