তাদের পরবর্তী কর্মস্থলে পাঠানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
Published : 11 Sep 2024, 05:32 PM
প্রশাসনে ব্যাপক রদবদলের মধ্যে ঢাকা ও রংপুরের বিভাগীয় কমিশনারকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়ে আসা হয়েছে।
মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনে বলেছে, “ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।”
এ দুই কর্মকর্তা অতিরিক্ত সচিব পদপর্যাদার।
সাবিরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫ ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী কমিশনার হিসেবে চাকরিতে যোগ দেন।
আর একই ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা মো. জাকির হোসেন ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি চাকরিতে যোগ দেন।